দিল্লিতে আম আদমির কাছে বিজেপির ভরাডুবি

|

আম আদমি পার্টি আবারও দিল্লি দখল করল। কেজরিওয়ালের দল এখন পর্যন্ত ৬৩ আসনে জয়ী হওয়ার খবর পাওয়া গেছে। বিজেপির দখলে আছে বাকি ৭ আসন। প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অন্য দলগুলো কোনো আসনেই জয়লাভ করতে পারেনি। খবর আনন্দবাজার পত্রিকার।

এ নিয়ে তৃতীয়বারের মতো বিপুল ভোটে জয়ী হয়েছে আম আদমি পার্টি। মঙ্গলবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই এগিয়ে ছিল কেজরিওয়ালের দল। বেলা যত গড়িয়েছে ভোটের ব্যবধানও তত বাড়তে শুরু করে।

ভোটে বিশাল ব্যবধানে এগিয়ে থাকার খবর প্রকাশ হতেই দলীয় কার্যালয়ে ভিড় করতে শুরু করেছেন উচ্ছ্বসিত দলীয় কর্মী ও সমর্থকরা।

ভোটের পর সব বুথফেরত সমীক্ষার ফলই এটি নিশ্চিত করেছে যে, এবারও জয়ী হয়ে ক্ষমতায় আসছে আম আদমি পার্টি (আপ)। এবারও জয়ী হওয়ায় হ্যাটট্রিক করছেন অরবিন্দ কেজরিওয়াল।

বিজয় নিশ্চিত হওয়ার পর কেজরিওয়াল বলেছেন, এই জয়ের আমার নয়। এটি দিল্লির জয়, সেই সমস্ত পরিবারের জয়, যারা আমাকে তাদের সন্তান হিসেবে দেখেছে। যে পরিবারগুলো ২৪ ঘণ্টা পানি, বিদ্যুৎ পেয়েছে।

গত শনিবার বিধানসভার ভোট অনুষ্ঠিত হয়। ভোট পড়েছে ৬২ দশমিক ৫৯ শতাংশ। ২১টি গণনাকেন্দ্রে ভোটগণনা হচ্ছে। ভোট শেষ হওয়ার পর দেশটির অন্তত চারটি গণমাধ্যম তাদের বুথফেরত জরিপের ফল প্রকাশ করে। সব জরিপেই ৭০ আসনের দিল্লি বিধানসভার ৫০টিরও বেশি আসনে জয় নিয়ে ফের আম আদমি পার্টির ক্ষমতায় ফেরার আভাস দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply