র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন বুমরাহ

|

নিউজিল্যান্ড সিরিজে বিবর্ণ পারফরম্যান্সের খেসারত দিতে হলো ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহকে। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান হারালেন তিনি। নিউজিল্যান্ড দেশের জার্সি গায়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো দ্বিপক্ষীয় সিরিজে উইকেটহীন থাকলেন এই পেসার। অবশ্য, ক’দিন আগেই চোট কাটিয়ে ফিরেছেন তিনি। এরপর থেকে আগের ছন্দ ফিরে পাননি বুমরাহ।

৩১ বছর পর কোনো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেলো ইন্ডিয়া। সবশেষ পাঁচ ম্যাচ ওডিআই সিরিজে ভারতকে ধবল ধোলাইয়ের স্বাদ দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার সেই স্বাদ দিলো কিউইরা। শেষ ম্যাচে ১০ ওভারে ৫০ রান দিয়েও কোনো উইকেট তুলতে পারেননি বুমরাহ। সব মিলিয়ে তিন ম্যাচে ৩০ ওভারে ১৬৭ রান দিয়েছেন তিনি। তবু কোনো উইকেটের দেখা পাননি।

ফলাফল, আইসিসি প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটি হারিয়েছেন বুমরাহ। ৮ রেটিং পয়েন্ট কমে যাওয়ায় দুই নম্বরে নেমে গেছেন তিনি (৭১৯ রেটিং পয়েন্ট)। শীর্ষস্থানে আছেন কিউই বোলার ট্রেন্ট বোল্ট। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে না খেলেও এই বোলিং সেনসেশনের রেটিং পয়েন্ট ৭২৭।

৭০১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের মায়াবি স্পিনার মুজিব-উর রহমান। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ফাস্ট বোলার কাগিসো রাবাদা। তার রেটিং পয়েন্ট ৬৭৪। মাত্র ১ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply