পরিবেশ রক্ষায় প্লাস্টিক পণ্য বর্জন করুন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

|

পরিবেশ রক্ষায় প্লাস্টিক পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো: শাহাব উদ্দিন। তিনি জানিয়েছেন, পরিবেশ-প্রতিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পলিথিন ও প্লাস্টিক পণ্য। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের নেচার ক্লাবের আয়োজনে- প্লাস্টিক বর্জ্যমুক্ত ভালোবাসার ক্যাম্পাস শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জীব বৈচিত্র্য রক্ষায় গবেষণার ওপর গুরুত্ব দিয়ে জানান, সরকার সামগ্রিক পরিবেশ রক্ষায় মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে। পরিবেশ দূষণ রোধে জনগণকে সচেতন হবার তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতনতা জরুরি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply