মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রায় ৪শ’ কোটি ডলার বরাদ্দ

|

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্প প্রশাসনকে প্রায় ৪শ’ কোটি ডলার বরাদ্দ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। প্রতিরক্ষা বাজেট থেকে এই অর্থ সরিয়ে নিতে কংগ্রেসকে চিঠি দিয়েছে পেন্টাগন।

তবে এ সিদ্ধান্তের সমালোচনা করছেন কংগ্রেসের ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। প্রতিবাদ জানিয়ে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের এক বিবৃতিতে বলা হয়, সংবিধান অনুযায়ী বাজেট সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়। দাবি, হাউজের সিদ্ধান্তকে আবারও অগ্রাহ্য করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি বছর নভেম্বরের মধ্যেই সীমান্তে প্রায় ৪শ’ মাইল লম্বা দেয়াল নির্মাণের অঙ্গীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply