বুরুন্ডিতে ৬টি গণকবরে ছয় হাজার দেহাবশেষ উদ্ধার

|

আফ্রিকার দেশ বুরুন্ডিতে ছয়টি গণকবর থেকে ৬ হাজার ৩২ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। শনিবার, দেশটির ট্রুথ এন্ড রিকনসিলেশন কমিশন জানায় এ তথ্য।

ঔপনিবেশিক শোষণ, গৃহযুদ্ধ ছাড়াও ১৯৭২ সালে বুরুন্ডিতে বড় ধরনের হত্যাযজ্ঞ চলে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি পাওয়া দেহাবশেষগুলো দেশটির নৃতাত্ত্বিক গোষ্ঠী হুতুদের।

ট্রুথ কমিশনের চেয়ারম্যান পিয়েরে ক্লেভার জানান, পোশাক-চশমা ও আনুষঙ্গিক জিনিসের মাধ্যমে বেশকিছু মরদেহ শনাক্ত করা হয়েছে। ২০১৪ সালে, গঠন করা হয় ট্রুথ এন্ড রিকনসিলেশন কমিশন। ১৮৮৫ সালে বিদেশিদের আগমন থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন সহিংসতার তদন্ত করছে তারা। এখন পর্যন্ত কমিশনটি ৪ হাজারের বেশি গণকবরের হদিস পেয়েছে। তাতে মিলেছে দেড়লাখের মতো দেহাবশেষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply