করোনাভাইরাসের প্রভাবে বাড়ছে ইজিবাইকের দাম!

|

শহরের রাস্তাঘাটে তাকালেই এখন ইজিবাইকের দাপট। যাত্রীদের চলাচলের অন্যতম ভরসা তিন চাকার এই বাহনটি।

করোনাভাইরাসের প্রভাব পড়েছে দেশের ইজিবাইকের সবচেয়ে বড় মোকাম যশোরে। ৫ থেকে ৭ হাজার টাকা বেড়েছে তিন চাকার এই বাহনের দাম। বেড়েছে খুচরা যন্ত্রাংশ ও ব্যাটারির মূল্য।

চীন থেকে সবধরনের পণ্য আমদানি বন্ধ থাকায় কয়েক দিনের ব্যবধানে প্রতিটি ইজিবাইকের দাম বেড়েছে ৫ থেকে ৭ হাজার টাকা। বেড়েছে খুচরা যন্ত্রাংশ ও ব্যাটারির দামও। চীন থেকে দ্রুত আমদানি না হলে ভয়াবহ সংকটে পড়বে ইজিবাইকের বাজার।

ইজিবাইকের পাশাপাশি যন্ত্রাংশের মূল্য বৃদ্ধিতে বিপাকে চালকরা। গাড়ি মেরামত এবং ব্যাটারি পরিবর্তন করতে গিয়ে হিমশীম অবস্থা তাদের।

এ অবস্থায় উদ্বিগ্ন আমদানিকারকরাও। তারা বলছেন, আগামী ১৫ থেকে ২০ দিন আমদানি বন্ধ থাকলে ভয়াবহ সংকটের মুখে পড়বে বাজার।

২০০৭ সালে চীন থেকে সর্বপ্রথম কিছু ইজিবাইক আমদানি করে বাজারে ছাড়া হয়। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে এর জনপ্রিয়তা। ছড়িয়ে পড়ে সারাদেশে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply