ইয়েমেনে ১৪শ’ বন্দি বিনিময়ে রাজি সরকার ও হুতি বিদ্রোহীরা

|

ইয়েমেনে ১ হাজার ৪শ’ বন্দি বিনিময়ে রাজি হয়েছে মনসুর হাদি সরকার ও হুতি বিদ্রোহীরা। রোববার জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়েছে এ কথা।

জর্দানের রাজধানী আম্মানে দু’পক্ষের সপ্তাহব্যাপী আলোচনার পর এলো এমন সিদ্ধান্ত। ইয়েমেনে জাতিসংঘ মিশন জানায়, শীঘ্রই এ সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ নেবে বিবদমান পক্ষগুলো।

প্রথম দফায় বন্দি বিনিময়ে তালিকা তৈরির কাজ শুরুর কথাও জানানো হয়। তালিকা চূড়ান্ত করতে আম্মানে আরও দু’দিন চলবে আলোচনা।

সৌদি জোটের বিমান হামলায় ব্যাপক প্রাণহানির একদিন পরই এলো এমন সিদ্ধান্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply