করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কাগুজে নোট পুড়িয়ে ফেলছে চীন

|

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চীন সরকার কাগুজে নোট পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যবহৃত সব কাগুজে নোট নষ্ট করে ফেলা হবে সিদ্ধান্ত নেয় চীনের কেন্দ্রীয় ব্যাংক।

চীনের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ফ্যান ইয়েফেইয়ের বরাত দিয়ে দেশটির সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে এ কথা বলা হয়েছে।

জানা যায়, ৬০ হাজার কোটি ইউয়ান নষ্ট করে ফেলা হবে। এরই মধ্যে সব ব্যাংকে পুড়িয়ে ফেলার এ নির্দেশনাও পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, দেশের কোথাও কোনো ব্যাংকে আর কোনো কাগজের নোট গ্রহণ করা হবে না। নতুন নোট বাজারে ছাড়া হবে। আগামী ১৪ দিনের মধ্যে এ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নোট বাজারে ছাড়ার আগে তা জীবাণুমুক্ত করা হবে। আপাতত পুরোনো নোট সংগ্রহ করে রাখবে চীনের কেন্দ্রীয় ব্যাংক। বদলে মানুষের হাতে তুলে দেওয়া হবে নতুন নোট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply