মেয়র পদ কখনও বড় ছিল না, কেউ চাইলেই ছেড়ে দিতাম: আ জ ম নাছির

|

মেয়র পদ কখনও বড় ছিল না, কেউ চাইলেই ছেড়ে দিতাম। কিন্তু এর মনোনয়ন পেতে যে অপরাজনীতি হয়েছে তা সত্যিই অনাকাঙ্ক্ষিত। এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেকে দলের দুঃসময়ের পরীক্ষিত কর্মী দাবি করেন।

তিনি বলেন, রাজনীতি করতে গিয়ে আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে যাননি। তার নামে মিথ্যাচার করে দলেরই ক্ষতি করছে একটি পক্ষ।

তিনি বলেন, মনে রাখতে হবে– আমরা অনেক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়েছি। আরেকজন আ জ ম নাছির তৈরি করতে অনেক বছর সময় লাগবে।

উল্লেখ্য, চসিক নির্বাচনে এবারও মেয়র পদে মনোনয়ন চেয়েছিলেন বর্তমান সিটি মেয়র নাছির। আওয়ামী লীগ তাকে মনোনয়ন না দিয়ে দিয়েছেন নগর কমিটির যুগ্ম সম্পাদক রেজাউল করিমকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply