সিরিয়ায় সরকারি বাহিনীর অভিযানে দুই তুর্কি সেনা নিহত

|

সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছেন দুই তুর্কি সেনাসদস্য, আহত আরও ৫ জন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে। একইসাথে দাবি করে, পাল্টা অভিযানে প্রাণ গেছে কমপক্ষে ৫০ সিরীয় সেনার।

অবশ্য, এখন পর্যন্ত হতাহতের কোন তথ্য স্বীকার করেনি আসাদ প্রশাসন। চলতি মাসের শুরুতেই, সীমান্তে রুশ-সিরীয় জোটের অভিযানে প্রাণ যায় কমপক্ষে ১৩ তুর্কি সেনার।

এছাড়া, ধ্বংস হয় দেশটির ৫টি ট্যাংক, ৪টি অস্ত্রবাহী সাঁজোয়া যান। এরপরই, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইদলিবে জোরালো করেন অভিযান।

হুমকি দেন, একজন সেনাসদস্যও ক্ষতিগ্রস্ত হলে সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তুরস্ক। প্রাণে বাঁচতে, ইদলিব ছেড়েছেন কমপক্ষে ১০ লাখ মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply