দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস, আক্রান্ত শতাধিক

|

চীনের পর এবার করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ায়। শুক্রবার একদিনে শতাধিক মানুষ আক্রান্তের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে। যা চীনের বাইরে জাপানের ডায়মন্ড প্রিন্সেসের পর সর্বোচ্চ।

বৃহস্পতিবারও ৫৪ জন আক্রান্ত হয় দেশটিতে। ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় দেশটির দক্ষিণাঞ্চলের দুটি শহরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ করা হয়েছে সব ধরণের সভা সমাবেশ। তিন সেনা সদস্যের শরীরে কোভিড নাইন্টিনের অস্তিত্ব পাওয়ায় অবরুদ্ধ অবস্থায় সব সেনাঘাঁটিও।

এদিকে, চীনের তিনটি প্রদেশের পৃথক কারাগারে নতুনভাবে ৫০০ বন্দির শরীরে মিলেছে করোনাভাইরাসের অস্তিত্ব। শুক্রবার, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বিষয়টি নিশ্চিত করে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, বিশ্বজুড়ে কোভিড-নাইনটিনে মারা গেছেন দু’হাজার ২৪৯ জন। নিশ্চিতভাবে সংক্রমিত প্রায় ৭৭ হাজার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply