নারী উদ্যোক্তাদের ১৫ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন

|

নারী উদ্যোক্তাদের ১৫ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। বেসরকারি প্রতিষ্ঠান মাইডাস ফাইনান্সিং এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তারা এই ঋণ সুবিধা পাবেন। এই ঋণের বিপরীতে সর্বোচ্চ শতকরা মাত্র ৯ ভাগ সুদ দিতে হবে উদ্যোক্তাদের।

এসএমই ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ বছরে সারাদেশের উৎপাদন সেবা খাতের নারী উদ্যোক্তারা পাবেন ১০ কোটি টাকা। বগুড়া লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টারের উদ্যোক্তারা ঋণ পাবেন ৫ কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রত্যেক উদ্যোক্তা সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন। চলতি মূলধন, মূলধনি যন্ত্রপাতি ক্রয়, টেকনোলজি উন্নয়ন খাতে এই ঋণের মেয়াদ ৩ বছর।

এখন পর্যন্ত এসএমই ৭টি চুক্তির আওতায় ধোলাইখাল ও বগুড়া লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টার এবং তরুণ ২১১ উদ্যোক্তাকে ১০ কোটি ৬৬ লাখ টাকা ঋণ দিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply