উগ্রবাদীরা যেন নায়ক হিসেবে উপস্থাপিত না হয়: মনিরুল ইসলাম

|

উগ্রবাদীরা যেন নায়ক হিসেবে উপস্থাপিত হতে না পারে সেদিকে গণমাধ্যমকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

সকালে জাতীয় প্রেসক্লাবে ‘উগ্রবাদ রোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান। মনিরুল ইসলাম বলেন, উগ্রবাদীরা তাদের প্রচার ও আদর্শ প্রতিষ্ঠায় গণমাধ্যমকে ব্যবহার করে। সরকারের কাছে বার্তা পৌঁছাতে ও নিজেদের স্বপক্ষে জনমত সৃষ্টির জন্যও গণমাধ্যমকে ব্যবহার করে সন্ত্রাসবাদী সংগঠনগুলো। তাই সন্ত্রাসবাদ দমনে গণমাধ্যমকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন তিনি।

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ৬ ধাপ অগ্রগতি হয়ে বাংলাদেশ এখন ৩১ নম্বরে অবস্থান করছে বলেও জানান মনিরুল ইসলাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply