রাহীর ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৬৫ রানেই অলআউট জিম্বাবুয়ে

|

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের লক্ষ্যটা ছিল খুব সরল, জিম্বাবুয়েকে যত দ্রুত সম্ভব অলআউট করা। আবু জায়েদ রাহীর ক্যারিয়ার সেরা বোলিংয়ে সেটি করতে বেগ পেতে হয়নি টাইগারদের। ২য় দিনের ১ম সেশনেই সফরকারীদের ২৬৫ রানে অলআউট করেছেন তারা।

আগের দিনের ২২৮ রান নিয়ে খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান চাকাভা আর তিরিপানো। দিনের ৭ম ওভারে তিরিপানোকে উইকেটরক্ষক লিটন দাসের হাতে তালুবন্দি করেন আবু জায়েদ রাহী। ৮ রান করে আউট হন তিরিপানো। এর পরের ওভারে আবারো আঘাত হানেন রাহী। এইন্সলেকে লেগবিফোরের ফাঁদে ফেলেন এই পেসার। রাহীর পর বল হাতে জ্বলে ওঠেন তাইজুলও। প্রথমে চার্লটন আর দলীয় ২৬৫ রানে চাকাভাকে ফিরিয়ে অল আউট করেন জিম্বাবুয়েকে।

বাংলাদেশের হয়ে নাঈম আর রাহী নিয়েছেন ৪টি করে উইকেট, দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। জবাবে তামিমের সাথে ব্যাট করতে নেমে ভালো শুরু করেও লম্বা ইনিংস খেলতে পারেননি সাইফ হাসান। দলীয় ১৮ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply