একটি প্রকল্প যেন অন্যটির পরিপূরক হিসেবে কাজ করে: প্রধানমন্ত্রী

|

প্রকল্প এমনভাবে নিতে হবে যাতে একটি অন্যটির পরিপূরক হিসেবে কাজ করে।

রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বিত উন্নয়ন পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

রোববার সকাল ১১টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের সোনারগাঁ-বুয়েট লিংক এর হাতিরঝিল অংশের পুনঃএলাইনমেন্ট প্রকল্প পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এসময় নতুন এলাইনমেন্টে সম্মতি দেন তিনি।

এসময়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মূল এক্সপ্রেসওয়ে নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। হাতিরঝিলসহ অন্যান্য জলাশয়গুলো রক্ষার ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply