গোয়ায় ভেঙ্গে পড়লো ভারতীয় যুদ্ধ বিমান

|

প্রশিক্ষণের সময় ভারতের গোয়ায় দেশটির নৌবাহিনীর একটি মিগ-২৯কে যুদ্ধ বিমান ভেঙ্গে পড়েছে। তবে এই ঘটনায় পাইলট অক্ষত অবস্থায় বেলআউট করতে সক্ষম হয়েছেন বলে জানায় ভারতীয় নৌবাহিনী। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র।

রোববার সকাল সাড়ে ১০টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় নৌবাহিনী। সেইসাথে দুর্ঘটনার কারণ তদন্ত করতে নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরকে।

নৌবাহিনী জানায়, আকাশে উড়ন্ত অবস্থায় পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা ‌লাগার ফলে বিমানটির ডান ইঞ্জিনে আগুন ধরে যায় একইসাথে বাম ইঞ্জিনটিও বিকল হয়ে পরে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, গোয়ার ভাস্কোতে অবস্থিত আইএনএস হংস বেস থেকে উড়েছিল বিমানটি। দুর্ঘটনার সময় বিমানটির দুই চালক ক্যাপ্টেন এম শেওখান্দ ও লেফটেন্যান্ট কমান্ডার দীপক যাদব বিমান থেকে নিরাপদভাবে বের হয়ে আসতে পেরেছেন।

এর আগে আরও একটি মিগ-২৯কে যুদ্ধবিমান গত নভেম্বরে গোয়ার ডাবোলিম থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়েছিল। জুন মাসেও একটি মিগ-২৯কে বিমান সমস্যায় পড়েছিল। সেই সময় গোয়া বিমানবন্দ কর্তৃপক্ষ ৯০ মিনিটের জন্য বিমান চলাচল বন্ধ রেখেছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply