সিএএ’র বিরোধিতায় রণক্ষেত্র দিল্লি, পুলিশসহ নিহত ৫

|

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন- সিএএ’র বিরোধিতায় রণক্ষেত্র দিল্লি। সোমবার, দিনভর সংঘাতে এক পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৫ জন মারা গেছেন; আহত অর্ধ-শতাধিক।

সন্ধ্যায় আধাসামরিক বাহিনী মোতায়েন এবং ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে; স্থগিত পরীক্ষাও।

ভারত সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল্লি পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে রাজধানী পরিণত হয় অগ্নিগর্ভে। শহরের উত্তর-পূর্বাঞ্চলে বিক্ষোভকারীদের সাথে সহিংসতা ও অগ্নিসংযোগে জড়ায় সরকার দলীয় সমর্থকরা। তাদের ছত্রভঙ্গ করতে গেলে, হতাহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সিসিটিভির ভিডিও বিশ্লেষণে, সন্দেহজনক অস্ত্রধারীদের চিহ্নিত করা হয়েছে। এর পেছনে, বিজেপির উসকানি রয়েছে এমন ইঙ্গিত গণমাধ্যমের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply