চীনে কমছে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ জনের

|

গেলো ২৪ ঘণ্টায় চীনে করোনাভাইরাসে প্রাণ গেছে ১০ জনের, যা এক মাসের মধ্যে দিনের হিসেবে সর্বনিম্ন। কিন্তু চীনা ভূখণ্ডের বাইরে আশঙ্কাজনক হারে বাড়ছে বিস্তার, প্রাণহানি। এ অবস্থায় সারা বিশ্বে মহামারীর আশঙ্কায় সব দেশকে প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ভেতরে করোনাভাইরাস মহামারীর ঠেকাতে নাগরিকদের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। চীনে মঙ্গলবার কোভিড১৯ য়ে নতুন করে আক্রান্ত হয়েছে মাত্র একজন। চীনের বাইরে ৪০টি দেশে এ সংখ্যা ৪শ’। সবচেয়ে খারাপ পরিস্থিতি ইরান আর ইতালিতে। ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে; যা চীনা ভূখণ্ডের বাইরে এককভাবে সর্বোচ্চ। সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়, ৯৭৭ জন। প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের অতিথিদের মধ্যে ভাইরাসে প্রাণ গেছে একজনের; আক্রান্তের সংখ্যা ৭শ’। বিশ্বজুড়ে কোভিড-১৯ য়ে আক্রান্ত ৮০ হাজার ৪শ’র বেশি মানুষ। দিনের ব্যবধানে নতুন করে আক্রান্তের সংখ্যা কমলেও, যেকোনো মুহূর্তে পরিস্থিতি উল্টে যেতে পারে বলে শঙ্কা ডব্লিউএইচও’র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply