পেয়াঁজ রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

|

অবশেষে পেয়াঁজ রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত। বুধবার, টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দেশটির খাদ্য ও ভোক্তা অধিকার মন্ত্রী রাম বিলাস পাসোয়ান।

এর আগেই, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে পাসোয়ান জানান, আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে।

পাসোয়ান টুইট বার্তায় লিখেছেন, গেলো কয়েক সপ্তাহে বাম্পার ফলন হওয়ায় কমে এসেছে পেঁয়াজের বাজারের মূল্য। জানান, গত বছর মার্চে দেশটিতে উৎপাদিত হয়েছিলো ২৮ দশমিক ৪ লাখ মেট্রিক টন পেঁয়াজ। চলতি বছর একইসময় উৎপাদন হবে ৪০ লাখ মেট্রিক টন। ফলন কমে যাওয়ায় গেল বছরের সেপ্টেম্বরে পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল মোদি প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply