শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন কাজী কেরামত আলী

|

আজ বিকালে শপথ নেয়া চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে কাজী কেরামত আলীকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে নতুন মন্ত্রীদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তাদের মধ্যে কেরামত আলী শপথ নেন প্রতিমন্ত্রী হিসেবে। এছাড়া নারায়ণ চন্দ্র চন্দ, তথ্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার ও শাহজাহান কামাল মন্ত্রী হিসেবে শপথ নেন।

জানা গেছে, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ওই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। ডাক, টেলি যোগাযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী হচ্ছেন মোস্তাফা জব্বার আর শাহজাহান কামাল দায়িত্ব পেতে পারেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার অন্যান্য সদস্যসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরআগে, সবশেষ ২০১৫ সালের ১৪ জুলাই মন্ত্রিসভায় রদবদল হয়েছিল। তখন মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। নতুন মন্ত্রী করা হয় নুরুল ইসলাম বিএসএসি-কে। সবমিলিয়ে মন্ত্রিসভার সদস্য এখন ৫৪। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণমন্ত্রী রয়েছেন ৩৩ জন, প্রতিমন্ত্রী ১৮ আর উপমন্ত্রী ২ জন।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply