করোনাভাইরাসে প্রথম মার্কিন নাগরিকের মৃত্যু

|

এবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হলো যুক্তরাষ্ট্রে। ৫০ বছর বয়সী ওয়াশিংটনের ওই মার্কিনী ভাইরাস সংক্রমিত কোনো এলাকায় ভ্রমণ করেননি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এ ঘটনার পর ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৬২। সংক্রমণ ঠেকাতে ভ্রমণ বিষয়ক কড়াকড়ি বাড়ানোর কথা জানিয়েছে মার্কিন প্রশাসন। এছাড়া মার্কিন নাগরিকদের ইতালি ও দক্ষিণ কোরিয়ার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কাতারসহ আরও ৩টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত ৮১৩ জন। চীনে এ সংখ্যা ৫৭৫। অন্যদিকে, ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ হাজার ৯শ’ ৭৮। আক্রান্ত ৮৬ হাজারের বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply