আইনজীবী রে এখন এফবিআই পরিচালক

|

এফবিআই-এর নতুন পরিচালক হিসেবে শপথ নিয়েছেন রে

এফবিআই-এর নতুন পরিচালক হিসেবে শপথ নিয়েছেন রে

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রিস্টোফার রে । মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ বিষয়ে ভোটাভুটি শেষে নিশ্চিত হয় রে’র নিয়োগ।

১০০ আসনের সিনেটে ক্রিস্টোফার রে’র নিয়োগের পক্ষে ভোট দেন ৯২ জন, বিপক্ষে ছিলেন ৫ জন। ভোট দেয়া থেকে বিরত থাকেন ৩ জন সিনেটর । সাবেক পরিচালক জেমস কোমিকে প্রেসিডেন্ট ট্রাম্প বরখাস্ত করার প্রায় ৩ মাস পর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেলেন রে। ৫০ বছর বয়সী পেশায় আইনজীবী রে এর আগে জর্জ ডব্লিউ বুশ প্রশাসনে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন । তবে এফবিআই কর্মকর্তা হিসেবে অভিজ্ঞতা না থাকায় সহকর্মীদের আস্থা অর্জন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রে’র সামনে। পাশাপাশি রে’র জন্য মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ ইস্যুতে তদন্তের গুরুভারকেও দেখা হচ্ছে বড় পরীক্ষা হিসেবে ।

যমুনা অনলাইন-এফআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply