ভারতীয় প্রধানমন্ত্রীকে যথাযথ সম্মান জানাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

|

মুজিব বর্ষের অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রীকে যথাযথ সম্মান জানাবে বাংলাদেশ। এমনটাই বললেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নরেন্দ্র মোদির ঢাকা সফর নিশ্চিত জানিয়ে মন্ত্রী বলেন, তার সফর চূড়ান্ত করতেই কাল ঢাকা আসছেন দেশটির পররাষ্ট্র সচিব।

১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান। বছর ব্যাপী অনুষ্ঠানের অতিথি ভারতের প্রধানমন্ত্রী। সম্প্রতি দিল্লীর সাম্প্রদায়িক সহিংসতায় ব্যাপক সমালোচনা-বিতর্ক নরেন্দ্র মোদিকে ঘিরে। তাকে প্রতিহতের কথাও বলছেন কেউ কেউ। এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রী সাফ জানালেন, ভারতীয় প্রধানমন্ত্রীই আসছেন জন্মশত বার্ষিকীর আয়োজনে।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন তিনি আসবেন। আমরা আমাদের নিয়মে মেহমানদের যা যা সম্মান করার আমরা তা দেবো। তবে আমরা এটা আশা করবো আমাদের মেহমানরা আমাদের দেশের জনগণের প্রত্যাশা বা ইচ্ছা অনুযায়ী তারা একটা ব্যবস্থা নেবেন।

মোদির সফর সূচী চূড়ান্ত করতে সোমবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্র মন্ত্রী ডক্টর আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করবেন হর্ষ বর্ধন শ্রিংলা।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, দিল্লীর সহিংসতাকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই দেখছে বাংলাদেশ। মোদির সফরে জন্মশত বার্ষিকী উদযাপনই প্রাধান্য পাবে বলে জানালেন পররাষ্ট্র সচিব।

এর আগে এশিয়া-ইউরোপ বা আসেম ডে নিয়ে আয়োজিত সেমিনারে বক্তৃতা করেন পররাষ্ট্র সচিব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply