ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর জয়ের দাবি

|

ইসরায়েলের সাধারণ নির্বাচনে জয়ের দাবি করলেন বেনিয়ামিন নেতানিয়াহু। বুথফেরত জরিপে, প্রতিদ্বন্দ্বি বেনি গানৎজের থেকে অল্প ব্যবধাণে তিনি এগিয়ে।

জরপি বলছে, নেতানিয়াহুর কট্টর ডানপন্থি লিকুদ পার্টি ৩৬ থেকে ৩৭ আসনে জয়ী হতে পারে। অন্যদিকে, গানৎজের মধ্যমপন্থি ব্লু এন্ড হোয়াইট জোটের ভাগ্যে জুটতে পারে ৩২ থেকে ৩৪ আসন।

জরিপের ইঙ্গিত, প্রধান দু’দলের কেউই ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। গঠন করতে হবে জোট সরকার। গেলো দেড় বছরে দেশটির সরকার গঠন নিয়ে চলছে টানাপোড়েন। সবচেয়ে দীর্ঘসময় ইসরায়েলের ক্ষমতায় থাকা ৭০ বছরের নেতানিয়াহু পঞ্চম দফায় হতে চান দেশটির প্রধানমন্ত্রী।

এবার মসনদে বসলেও, দু’সপ্তাহ পর দুর্নীতি মামলায় তাকে আদালতের মুখোমুখি হতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply