দিল্লিতে নালা থেকে আরও ৫ মরদেহ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ৫১

|

ভারতের রাজধানী দিল্লির গোকুলপুরি এলাকার একটি নালা থেকে আরও পাঁচ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সহিংসতার পর নালাটিতে এ পর্যন্ত মোট ৯টি মরদেহের সন্ধান মিলেছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।

গেল সপ্তাহে, দু’দিনের সংঘাতের পর থেকে নিখোঁজ অনেকের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন স্বজনরা। এর মধ্যেই সংঘাতের ক্ষতচিহ্ন বিদ্যমান বিভিন্ন এলাকার নালা-নর্দমা থেকে মিলছে মরদেহ। এর সাথে সহিংসতার যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে সহিংসতা ঠেকাতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পদত্যাগের দাবিতে সোমবার বিক্ষুব্ধ ছিল ভারতের পার্লামেন্ট। রাজ্যসভায় একযোগে অমিত শাহ’র ইস্তফা চান বিরোধী প্রায় সব দলের আইনপ্রণেতারা। পার্লামেন্ট চত্বরেও চোখ বেঁধে প্রতীকী আন্দোলনে যোগ দেন কংগ্রেস-আম আদমিসহ বিভিন্ন দল। সহিংসতার ঘটনাকে পূর্বপরিকল্পিত ‘জেনোসাইড’ আখ্যা দেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply