ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে অনশনে চার কৃষক

|

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নাইন্দা হাওরের ফসলরক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে অনশন করছেন হাওরপাড়ের চার কৃষক। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসেন তারা।
তাদের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের মাঝেরগাঁও ও বড়বন্দ গ্রামে। আন্দোলনে সংহতি প্রকাশ করেছে স্থানীয় হাওর বাঁচাও আন্দোলন।

তাদের দাবি, ওই হাওরের ১৩০০ হেক্টর জমির বোরো জমির বোরো ফসল রক্ষার জন্য সরকার পৌনে ৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ১৭টি প্রকল্পের মাধ্যমে বাঁধ নির্মাণের কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন। কিন্তু স্থানীয় প্রভাবশালী সাবেক এক ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় নামমাত্র কাজ করে বরাদ্দের টাকা লুটপাট করে নিচ্ছেন সংশ্লিষ্টরা।
এই পরিস্থিতিতে আগাম বন্যা হলে হাওরের বোরো ফসল পানি নিচের তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply