ইতালি, ইরান ও কোরিয়া থেকে আসলে বিশেষ নজরদারিতে: স্বাস্থ্যমন্ত্রী

|

ইতালি, ইরান ও কোরিয়া থেকে যারা আসবে তাদের বিশেষ নজরদারি ও পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এসব দেশের অন এরাইভাল ভিসা স্থগিত করা হয়েছে। দুপুরে সচিবালয়ে করোনাভাইরাস ও ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলেন মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী জানান, ওই তিন দেশের নাগরিকদের ভিসা পেতে মেডিকেল প্রতিবেদন লাগবে।

ব্রিফিং এ স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস চলে আসলেও আতঙ্কিত হবার কিছু নাই রোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply