সুন্দরবন-১৪ লঞ্চের দড়ি ছিড়ে ১০ যাত্রী আহত

|

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি:

পটুয়াখালীর বগা লঞ্চঘা‌টে ঢাকাগামী বিলাসবহুল এম‌ভি সুন্দরবন-১৪ ল‌ঞ্চের দ‌ড়ি ছি‌ড়ে পু‌লিশ সদস্যসহ অন্তত ১০ জন যাত্রী আহত হ‌য়ে‌ছে। আহত‌দের ম‌ধ্যে আশংকাজনক অবস্থায় বগা পু‌লিশ ফা‌ড়ির কন‌স্টেবল আবুল হো‌সেন ও আট বছরের এক শিশু‌কে তাৎক্ষ‌নিকভা‌বে ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। অপর আহত‌দের প্রাথ‌মিকভা‌বে চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন প্রত্যক্ষদর্শীরা।

মঙ্গলবার রাত সা‌ড়ে ৭টার দি‌কে পটুয়াখালীর বাউফল উপ‌জেলার বগা লঞ্চঘা‌টে এ ঘটনা ঘ‌টে।

ঘটনার পর লঞ্চ‌টি দেড় ঘণ্টা আট‌কি‌য়ে রাখার পর আহত‌দের সকল ধর‌নের চি‌কিৎসা সেবা লঞ্চ কর্তৃপক্ষ বহন করার সম‌ঝোতায় লঞ্চ‌টি রাত ৯টার দি‌কে বগা থে‌কে ঢাকার উ‌দ্দে‌শ্যে ছে‌ড়ে যায়।

ল‌ঞ্চের সুপারভাইজার মোঃ ইউনুস মিয়া জানান, সন্ধ্যা সোয়া ৭টার দি‌কে লঞ্চ‌টি বগা ঘা‌টে ভিড়ে যাত্রী উঠা‌তে থা‌কে। কিছুক্ষণ পর এম‌ভি জামাল-৫ নামের অন্য এক‌টি লঞ্চ যাত্রী উঠা‌নোর জন্য ওই ঘা‌টে ভিড়ে। এসময় স্রো‌তের টা‌নে সুন্দরবন-১৪ল‌ঞ্চের দ‌ড়ি আচমকা ছি‌ড়ে যায়। তি‌নি ব‌লেন, র‌শিটা আ‌গে থে‌কেই দুর্বল ছিল। তাই হয়‌তো স্রো‌তের টা‌নে ছি‌ড়ে গি‌য়ে ৫/৬জন যাত্রী আহত হ‌য়ে‌ছে। আহত‌দের ম‌ধ্যে একজন পু‌লিশ সদস্য ও এক শিশুর অবস্থা খুবই খারাপ। তা‌দের‌কে ব‌রিশা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তি‌নি আ‌রো জানান, ঘটনাস্থ‌লে উপ‌স্থিত পু‌লিশ কর্মকর্তাদের সা‌থে মা‌লিকপ‌ক্ষের আলাপ-আ‌লোচনার পর লঞ্চ‌টি দেড় ঘণ্টা আটকা থাকার পর পুনরায় ঢাকার উ‌দ্দে‌শ্যে ছে‌ড়ে যা‌চ্ছি।

এদি‌কে প্রত্যক্ষদর্শী হারুন অর র‌শিদ না‌মের স্থানীয় বা‌সিন্দা জানান, দড়িটি ছি‌ড়ে গি‌য়ে পল্টু‌নে থাকা যাত্রী‌দের উপর ছিট‌কে প‌ড়ে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও‌সি খোন্দকার মোস্তা‌ফিজুর রহমান জানান, খবর শু‌নে তাৎক্ষ‌নিকভা‌বে সহকারী পু‌লিশ সুপার মোঃ ফারুক হো‌সেনসহ অন্যান্য পু‌লিশ সদস্যরা সেখা‌নে হা‌জির হ‌য়ে আহত‌দের ব‌রিশা‌লে পাঠা‌নোর ব্যবস্থা করেন। প‌রে লঞ্চ‌টিকে ছে‌ড়ে দেয়া হয়। তি‌নি জানান, যে‌হেতু এটি এক‌টি অনাকা‌ঙ্খিত ঘটনা তাই লঞ্চ‌টি না আট‌কি‌য়ে যাত্রী‌দের কথা মাথায় রে‌খে ছে‌ড়ে দেয়া হ‌য়ে‌ছে।

জান‌তে চাই‌লে পটুয়াখালী নৌবন্দ‌রের সহকারী প‌রিচালক খাজা সা‌দিকুর রহমান জানান, গত ২৭ ফেব্রুয়ারী লঞ্চ‌টি পটুয়াখালী-ঢাকা রু‌টে চলাচ‌লের জন্য উ‌দ্বোধন করা হয়। কিন্তু লঞ্চ‌টির তুলনায় দ‌ড়ি পুরনো হওয়ায় আজ‌কে দুর্ঘটনা ঘ‌টে‌ছে। ত‌বে আ‌মি ল‌ঞ্চের মাস্টার ও সুকা‌নি‌কে ব‌লেছি সব‌কিছু ঠিক ক‌রে যেন ফির‌তি যাত্রা শুরু ক‌রে। তি‌নি জানান, নিয়ম মত সব‌কিছু যেন থা‌কে সে বিষ‌য়ে তা‌দের‌কে চি‌ঠি দেয়া হ‌বে এবং সতর্ক করা হ‌বে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply