জয় দিয়ে বছর শুরু লিগ লিডার ম্যান সিটির

|

জয় দিয়ে নতুন বছর শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ লিডার ম্যানচেস্টার সিটি। ওয়াটফোর্ডের বিপক্ষে ৩-১ গোল ব্যবধানে জয় তাদের। লিগের অন্যান্য ম্যাচে জয় পেয়েছে টটেনহ্যাম, ক্রিস্টাল প্যালেস আর ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

ইতিহাদে বছরে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে লিড নেয় মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা সিটিজেনরা। সানের ক্রসে বক্সের ভেতর ফাঁকা পোস্টে দলকে এগিয়ে নেন ইংলিশ মিডফিল্ডার রাহিম স্টার্লিং। ম্যাচের ১৩ মিনিটে নিজেদের ভুলে ২য় গোল খায় অতিথিরা। ডি ব্রুইনের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে জড়ান বেলজিয়ামের ডিফেন্ডার কাবাসেলে। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ডি ব্রুইনের শট ওয়াটফোর্ড গোলরক্ষকের হাত থেকে ছিটকে গেলে অনায়াসে বল জালে পাঠান সার্জিও আগুয়েরো। ম্যাচের ৮২ মিনিটে অবশ্য গ্রে’র গোলে ব্যবধান কমায় ওয়াটফোর্ড।

২২ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।

এদিকে, নিজেদের মাঠে টটেনহ্যামের কাছে ২-০ গোলে হেরেছে সোয়ানসি সিটি। ম্যাচের ১২ মিনিটের লিওরেন্টের গোলে লিড নেয় হটস্পার্সরা। এক গোলের ব্যবধানেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে একাধিক বার গোলের সুযোগ তৈরি করেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি সোয়ানসি সিটি। তবে ৮৯ মিনিটে ডেলে আলীর গোলে হটস্পার্সদের ২-০’র জয় নিশ্চিত হয়। ৪০ পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলের ৫ম স্থানে। আর ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের সবশেষ অবস্থানে সোয়ানসি সিটি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply