সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদনের ওপর হাইকোর্টে শুনানি আজ

|

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার-মেহুরুন রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ওপর হাইকোর্টে শুনানি হতে পারে আজ।

হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে অনুষ্ঠিত হবে শুনানি। এর আগে সোমবার এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনে বলা হয়, সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় দু’জন অপরিচিত যুবক ডিএনএ’র প্রমাণ মিলেছে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাড়িতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply