চাকরির পেছনে না ঘুরে তরুণদের ঋণ নিয়ে উদ্যোক্তা হতে প্রধানমন্ত্রীর পরামর্শ

|

চাকরির পেছনে না ঘুরে তরুণদের ঋণ নিয়ে উদ্যোক্তা হবার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় এসএমই মেলার উদ্বোধনী আনুষ্ঠানে প্রধানমন্ত্রী আর বলেন, উদ্যোক্তরা যাতে ঋণ নিয়ে শিল্প গড়ে তুলতে পারে তার জন্য সরকার সুদের হার কমিয়ে আনার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য ১০০টি বিশেষ শিল্পাঞ্চল গড়ে তোলা হয়েছে। সরকার দেশের উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে; এরফলে দেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। চাষ উপযোগী জমি বাঁচিয়ে শিল্প গড়ে তুলতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। কর্মসংস্থান সৃষ্টিতে নারী উদ্যোক্তাদের সরকার বিশেষ অগ্রাধিকার দিবে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঋতু বৈচিত্রের সাথে সামঞ্জস্য রেখে পণ্য উৎপাদন করতে হবে। একইসাথে ক্রেতার চাহিদার কথা নিরুপন করে পণ্য উৎপাদন করতে হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের অনেক পণ্য বিশ্বমানের; তাই বিশ্বব্যাপি চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন ও রফতানি করতে হবে। একইসাথে শুধু রফতানি নয় দেশের মধ্যেও বাজার সৃষ্টির আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply