বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

|

ইতিহাস বিকৃত করে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা হয়েছে। কোন এক মেজরকে মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে তুলে ধরার ঘৃণ্য চেষ্টাও হয়েছে ‘৭৫ পরবর্তী বাংলাদেশে। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, যে কোনো সংকটে খুব সহজেই সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ছিলো বঙ্গবন্ধুর। ৭ মার্চের ভাষণেই ছিলো মুক্তির পথ, আলোর দিশা।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর অবদান ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। ‘৭৫ এ জাতির পিতাকে হত্যার পর তার ভাষণ বাজানো নিষিদ্ধ ছিলো। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। সবার জন্য আবাসনের ব্যবস্থা করা হবে। এজন্য এলাকায় গিয়ে গৃহহীনদের খোঁজ নিতে নেতাদের নির্দেশনা দেন সরকার প্রধান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply