জিকে শামীমের জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

|

যুবলীগের বহিষ্কৃত নেতা ও বিতর্কিত ঠিকাদার জিকে শামীমের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আজই শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার গণমাধ্যমে অস্ত্র মামলায় জিকে শামীমের ৬ মাসের জামিনের সংবাদটি প্রকাশ হলে উক্ত বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, এ বিষয়ে তারা কিছুই জানেন না। যদিও আদেশে উল্লেখ ছিল আসামি পক্ষ ও রাষ্ট্রপক্ষ উভয়কে শুনে ও আদেশ দেয়া হয়েছে।

এদিকে জিকে শামীমের জামিনের সকল নথি তলব করেছেন প্রধান বিচারপতি। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতন আবাসিক এলাকার নিজ কার্যালয় থেকে বিপুল মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার হয় জি কে শামীম। তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক আইনে মামলা দায়ের করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply