২৩ জুন থেকে হজ ফ্লাইট শুরু: ধর্মপ্রতিমন্ত্রী

|

করোনাভাইরাসের কারণে সৌদি সরকারের ওমরাহ ভিসা বন্ধের সিদ্ধান্ত সাময়িক। এতে মূল হজে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ।

আজ সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী নির্ধারিত সময়ে হজ যাত্রীদের নিবন্ধন করার আহবান জানান।

তিনি বলেন, বিলম্ব হলে হজে যাওয়া সম্ভব হবে না। আগামী ২৩ জুন থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। এবছর সরকারী ব্যাবস্থাপনায় ১০ হাজার যাত্রীর কোটা বৃদ্ধি হয়েছে। সে অনুযায়ী এবার সরকারী ব্যাবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন ও বেসরকারী ব্যাবস্থাপনায় হজে যেতে পারবেন ১ লাখ ২০ হাজার মুসল্লি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply