রাজধানীতে শিশু সামিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড

|

রাজধানীর ওয়ারীতে সিলভারডেল স্কুলের নার্সারির ছাত্রী সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হারুন অর রশীদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার সকালে ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন।

এর আগে ৫ মার্চ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৯ মার্চ দিন ধার্য করেন আদালত। মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে ১৪ জন আদালতে সাক্ষ্য দেন। অভিযোগ গঠনের ৬৬ দিনের মাথায় এই মামলার রায় ঘোষণা করা হলো।

গত বছরের ৫ জুলাই সন্ধ্যায় নবনির্মিত একটি ভবনের নবম তলার খালি ফ্ল্যাট থেকে সায়মার মরদেহ উদ্ধার করে পুলিশ। মামলার একমাত্র আসামি হারুন আর রশিদকে গতবছরের ৭ জুলাই তার বাড়ি কুমিল্লার তিতাস থেকে গ্রেফতার করে পুলিশ।

রায়ে মামলার একমাত্র আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সায়মার মা সানজিদা আক্তার ও বাবা আব্দুস সালাম। এই রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply