ব্যাপক হারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম

|

বিশ্ববাজারে ব্যাপক হারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি আরব তেলের দাম কমিয়ে দেয়ায় সোমবার ২২ শতাংশ পর্যন্ত দরপতন হয়।

২৯ বছরে সর্বোচ্চ দরপতনের রেকর্ড এটি। তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন-ওপেক ও রাশিয়া কোনো চুক্তিতে না পৌঁছানোয় তেলের দাম কমিয়ে দেয় সৌদি আরব। এর প্রভাবে এশিয়ার বাজারে তেলের দাম কমে যায় ২০ শতাংশ পর্যন্ত। ব্যারেল প্রতি ৩৬ ডলারে দাঁড়ায় অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্রে তেলের দাম কমেছে ৩০ শতাংশের বেশি। ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ২৮ ডলারে।

করোনাভাইরাসের প্রভাবে বিশ্ববাজারে তেলের চাহিদা কমেছে রেকর্ড পরিমাণ। এ পরিস্থিতিতে তেলের দাম বাড়াতে গত বৃহস্পতিবার থেকে জরুরি বৈঠকে বসে ওপেক ও মিত্র দেশগুলো। তবে ব্যর্থ হয় সমঝোতায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply