একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

|

সাগরে একাধিক স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। প্রায় তিন মাস বিরতির পর, চলমান সামরিক মহড়ার অংশ হিসেবে সোমবার ছোঁড়া হয় ক্ষেপণাস্ত্রগুলো।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, উপকূলীয় সোন্দক শহর থেকে ছোঁড়া হয় এসব ক্ষেপণাস্ত্র। ৫০ কিলোমিটার উচ্চতায় ২শ’ কিলোমিটার দূরে গিয়ে পড়ে সেগুলো। প্রায় দু’সপ্তাহ ধরে চলা এ মহড়ায় স্বশরীরে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে দেশটির প্রতিবেশি দক্ষিণ কোরিয়া ও জাপান। জাপান সরকার জানিয়েছে, প্রাথমিকভাবে ক্ষেপণাস্ত্রগুলো সাধারণ ব্যালিস্টিক মিসাইল ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে জাপানের সীমানায় পড়েনি সেগুলো।

গেল সপ্তাহেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ক্ষোভ জানায় বিভিন্ন দেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply