জিম্বাবুয়ের বিপক্ষে আরও একটি রেকর্ড টাইগারদের

|

জিম্বাবুয়ের বিপক্ষে যেন রেকর্ড ভাঙাগড়ার মিশনে নেমেছে বাংলাদেশ। সোমবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সৌম্য সরকার, লিটন দাস ও তামিম ইকবালের ব্যাটিং তাণ্ডবে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০ রানের রেকর্ড গড়েছে টাইগাররা। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগাদের এটা দলীয় সর্বোচ্চ রান। তবে সবমিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের এটা তৃতীয় সর্বোচ্চ।

এর আগে, ২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফিতে ৫ উইকেটে সর্বোচ্চ ২১৫ রান করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে স্বাগতিকদের করা ২১৪ রানের পাহাড় ডিঙাতে নেমে ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছিল মাহমুদউল্লাহ বাহিনী। একই বছর ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেটে ২১১ রান করেছিল টাইগাররা। সোমবার, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সফরকারী জিম্বাবুয়ে।

দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তাণ্ডব চালান লিটন-তামিম। উদ্বোধনী জুটিতে প্রথম ১০ ওভারে ৯.১০ গড়ে স্কোর বোর্ডে ৯১ রান যোগ করেন তারা।

উড়ন্ত সূচনার পর সাজঘরে ফেরেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ক্যাচ তুলে দেয়ার আগে ৩৩ বলে তিন চার ও দুই ছক্কায় ৪১ রান করে ফেরেন তামিম। এর দুই ওভার পর এলবিডব্লিউ হয়ে ফেরেন অন্য ওপেনার লিটন। তার আগে ৩৯ বলে ৫টি চার ও তিন ছক্কায় ৫৯ রান করেন তিনি। জাতীয় দলের এ ওপেনার ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সেঞ্চুরি হাঁকিয়ে সিরিজে সর্বোচ্চ ৩১১ রান করেছিলেন।

১৩ ওভারে দলীয় ১০৬ রানে ফেরেন জাতীয় দলের তারকা দুই ওপেনার তামিম-লিটন। তাদের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে দ্রুত রান করতে গিয়ে বিপদে পড়েন মুশফিকুর রহিম। মাত্র আট বল খেলে ২ ছক্কায় ১৭ রান করে আউট হন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক। মুশফিক ফিরে গেলেও ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন সৌম্য সরকার।

বিয়ের ছুটি কাটিয়ে দলে ফিরেই ব্যাটিংয়ে রীতিমতো ঝড় তুলেন মাত্র ৩২ বলে দৃষ্টিনন্দন ৫টি ছক্কা ও চরটি চারের সাহায্যে অপরাজিত ৬২ রান করেন তিনি। সৌম্যর এমন ঝড়ো ইনিংসের সুবাদে ৩ উইকেটে ২০০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply