চট্টগ্রাম সিটি নির্বাচন: ভোটের মাঠেও আলোচিত ইস্যু করোনাভাইরাস

|

চট্টগ্রামে ভোটের মাঠেও আলোচিত ইস্যু করোনাভাইরাস। আওয়ামী লীগ, বিএনপিসহ সব দলের প্রার্থীর কণ্ঠেই এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা। গণসংযোগেও বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলছেন তারা। ভোট চাওয়ার পাশাপাশি সংক্রমণ থেকে রক্ষায় ভোটারদের সচেতন করছেন প্রার্থীরা।

করোনা আক্রান্ত ৩ জন শনাক্ত হওয়ায়, এবার প্রচারণায় কিছুটা লাগাম টানতে চান মেয়র প্রার্থীরা। গণসংযোগ মানেই জনসমাগম, ফলে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন বলে জানালেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী।

বিএনপি’র মেয়র প্রার্থী শাহাদাত হোসেন পেশায় চিকিৎসক। প্রচারণায় করোনা ভাইরাসকে গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে তিনি আতঙ্কিত না হয়ে জনগণকে সচেতন হওয়ার কথা তুলে ধরছেন।

সোমবার প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হয় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। জনসমাগমের কারণে করোনা ভাইরাস সংক্রমন নিয়ে উদ্বিগ্ন ভোটাররাও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply