পাপিয়ার সাথে জড়িয়ে খবর, মানবজমিন সম্পাদকের বিরুদ্ধে এমপি শিখরের মামলা

|

অনৈতিক কর্মকাণ্ড ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গ্রেফতারকৃত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার সাথে জড়িয়ে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। সোমবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করেন তিনি।

শেরেবাংলা নগর থানা পুলিশ জানিয়েছে, পাপিয়ার সাথে জড়িয়ে মানহানিকর ও মিথ্যা তথ্য সংবাদপত্রে প্রকাশের অভিযোগ তুলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। মামলায় মানবজমিন পত্রিকার সম্পাদক ও রিপোর্টার আল-আমিনসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া, তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী (মতি সুমন) এবং তাদের দুই সহযোগীকে আটক করে র‍্যাব। এরপর মাদক ও অস্ত্র চোরাচালান, জমি দখল এবং ওয়েস্টিন হোটেলে নারীদের দিয়ে ‘যৌন বাণিজ্যসহ’ নানা অপকর্মের অভিযোগ আসতে থাকে পাপিয়া ওরফে পিউয়ের বিরুদ্ধে। এ প্রেক্ষিতে তাকে বহিষ্কার করে যুব মহিলা লীগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply