ভারতে আরও ১৮ জন করোনায় আক্রান্ত

|

ভারতে নতুন করে আরও ১৮ জন আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে।

এর মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন আক্রান্ত কেরালায়। ৫ জন করে মহারাষ্ট্র ও পুনেতে, ৪ জন কর্নাটকে এবং একজন আক্রান্ত জম্মু-কাশ্মিরে। বাকিদের তথ্য এখনও নিশ্চিত করা হয়নি। কেরালায় ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। এছাড়া পুরো অঞ্চল অবরুদ্ধ করে রাখার প্রস্তুতির কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

৩১ মার্চ পর্যন্ত সিনেমা হলের পাশাপাশি সব ধরণের সভা সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠান বাতিলের ঘোষণা দিয়েছেন তিনি। দেশটিতে ফ্রান্স, জার্মানি এবং স্পেনের ভিসা বন্ধ করে দিয়েছে মোদি সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply