করোনা প্রতিরোধে নিউইয়র্কে সেনা মোতায়েন

|

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সেনা মোতায়েন করা হচ্ছে।

শহরটির গভর্নর অ্যান্ডরু কুয়োমোর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোয়ারেন্টিনে থাকা মানুষদের খাদ্য পৌঁছে দিতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করবেন। এ ছাড়া শহরের স্কুল পরিষ্কার করার কাজও সেনাবাহিনী করবে।

করোনায় আক্রান্তদের জন্য শহরের উত্তরে একটি বিশেষ এলাকা চালু করার ঘোষণা দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় এক হাজার ১০ জন আক্রান্ত হয়েছে। ৩০ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক জানিয়েছেন, তাদের স্বাস্থ্য ল্যাবরেটরিগুলো কর্মী সংকটে

ভুগছে। নেই পরিস্থিতি মোকাবেলার মতো পর্যাপ্ত সরঞ্জামও।

মঙ্গলবার দেশের বিভিন্ন অঙ্গরাজ্যের ল্যাব বা এ জাতীয় প্রতিষ্ঠানে আট হাজার ৫৫৪ জনের করোনা-সংক্রান্ত টেস্ট হয়েছে জানিয়ে সিডিসির পরিচালক রবার্ট রেডফিল্ড সংকটের এ চিত্র তুলে ধরেন।

করোনা সংক্রমণের তথ্য জানার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন তার সরকার করোনা মোকাবেলা করতে সক্ষম হবে। এমনকি ‘গ্রীষ্মকালে করোনা এমনিতেই চলে যাবে বলেও’ এক তত্ত্ব দেন তিনি।

এদিকে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান দলের দুই সদস্য প্রাণঘাতী করোনাভাইরাস রোগীর সংস্পর্শে আসার পর নিজেরাই কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিয়েছেন।

রোববার কনজারভেটিভ পলিটিক্যাল একশন কনফারেন্সে ওই রোগীর সংস্পর্শে আসেন তারা। এরপরেই টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এবং অ্যারিজোনার রিপাবলিকান পল গোসার স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply