বলে থুতু না লাগানোর পরামর্শ ভারতীয় ক্রিকেট বোর্ডের

|

ক্রিকেটারদের বলে থুতু না লাগানোর পরামর্শ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে এই পরামর্শ দেয়া হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আজ স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ সামনে রেখে এই পরামর্শ দিয়েছে বিসিসিআই। সাধারণত বল করার আগে পেস বোলাররা বলে থুতু দিয়ে ট্রাউজারে ঘষেন যেটা বলের সুইংয়ে সাহায্য করে।

এ বিষয়ে ভারতের ক্রিকেট দলের পেস বোলার ভুবনেশ্বর কুমার আক্ষেপ জানিয়ে বলেন, ‘ক্রিকেট বলে মার খেলে বোলারের দোষ হয়। কিন্তু বলে থুতু দিয়ে চকচকে না করা গেলে মার তো খেতেই হবে।’ তবে ভারতের ক্রিকেট দলের চিকিৎসকরা শেষ পর্যন্ত যা বলবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান ভুবনেশ্বর।

তবে থুতু দেয়া দেয়া নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা অন্য কোনো বোর্ড থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। করোনাভাইরাস নিয়ে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা সকল ক্রিকেটার, দলের সাপোর্ট স্টাফ, রাজ্য সংস্থাগুলোর জন্য একটি বিবৃতি দিয়েছে মাত্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply