কুষ্টিয়ায় স্ত্রীসহ কোরিয়া প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

|

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় দক্ষিণ কোরিয়া প্রবাসী এক ব্যক্তি ও তার স্ত্রীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। চলতি মাসের ২রা মার্চ তিনি দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফেরেন।

আজ শুক্রবার সকালে ঐ প্রবাসী ও তার স্ত্রীকে তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়। সিভিল সার্জন কার্যালয়ে খোলা করোনা কন্ট্রোল সেলে দায়িত্বে থাকা চিকিৎসক রাকিবুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গত ২ মার্চ দক্ষিণ কোরিয়া থেকে এক যুবক কুষ্টিয়া শহরের একটি এলাকায় আসেন। এরপর আজ সকালে তিনি নিজে ফোন করে বিয়ষটি তাদের জানায়। তিনি সুস্থ থাকলেও তাঁর স্ত্রীর কাশি আছে। তাদের দুজনকেই তাদের নিজ বাড়িতে একটি কক্ষে আলাদাভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

কিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এমন প্রশ্নে এই চিকিৎসা কর্মকর্তা জানান, তাদের কাছে যাওয়া হয়নি। তবে তারা যেন ওই কক্ষে থাকেন সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। খাবারও যেন দূর থেকে দেওয়া হয়। যেহেতু প্রবাসী সুস্থ সেহেতেু তার সেবা দেবার জন্য ঘরে থাকাই যথেষ্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply