মুক্তি পেলেন জম্মু-কাশ্মিরের প্রাক্তন মূখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ

|

ছয় মাসের বেশি সময় ধরে আটক থাকার পর অবশেষে মুক্তি পেলেন ভারতের জম্মু-কাশ্মিরের প্রাক্তন মূখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ।

ফারুক আব্দুল্লাহকে জননিরাপত্তা আইনের অধীনে বন্দি রাখা হয়েছিল। জননিরাপত্তা আইন অনুসারে, কোনও ব্যক্তিকে বিনা বিচারে দুই বছর পর্যন্ত আটকে রাখা যায়।

৮৩ বছর বয়সী ফারুক আবদুল্লাহর পাশাপাশি গত বছরের ৫ অগস্ট থেকে আটক করে রাখা হয়েছে তাঁর ছেলে ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি সহ কাশ্মিরের আরও বহু নেতাকে। তবে অন্য নেতারা আগেই মুক্তি পেলেও ওমর আব্দুল্লাহ ও মাহবুবা মুফতি এখনও মুক্তি পাননি।

উল্লেখ্য, জননিরাপত্তা আইন মূলত জঙ্গি, বিচ্ছিন্নতাবাদী ও সেনাবাহিনীর উপর পাথর ছোড়ার দায়ে অভিযুক্তদের উপর প্রয়োগ করা হয়।

ফারুক আব্দুল্লাহর বাবা শেখ আব্দুল্লাহ মূখ্যমন্ত্রী থাকাকালীন পাচারকারীদের বিরুদ্ধে সর্বপ্রথম এই আইন পাশ করান তার সরকারের আমলে। এখন সেই আইনেই তাকে গ্রেফতার করে রেখেছিল ভারত সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply