করোনা প্রভাবে দরপতনে রেকর্ড গড়ছে পশ্চিমা পুঁজিবাজার

|

নোভেল করোনাভাইরাসের প্রভাবে দরপতনের একের পর এক রেকর্ড ভাঙছে পশ্চিমা পুঁজিবাজার। ৩৩ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন দেখেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

অস্বাভাবিক পতন হওয়ায় কিছুক্ষণ লেনদেন বন্ধ রেখেও ঠেকানো যায়নি ধ্বস। জানা যায়, দিনের শেষে ডাউ জোনস এবং S&P’র শেয়ারের দরপতন ঘটেছে ৯ দশমিক ৫ শতাংশ পর্যন্ত। এদিকে ব্রিটেনের প্রধান সূচক FTSE একদিনেই ১৬০ বিলিয়ন ডলারের বেশি হারিয়েছে।

এছাড়া ফ্রান্স ও জার্মানিতে শেয়ারের ১২ শতাংশের বেশি দরপতন ঘটেছে। বড় পতন হয়েছে অস্ট্রেলিয়া, জাপান, হংকং, ভারতের শেয়ারবাজারেও। সবশেষ, ১৯৮৭ সালে এমন বড় ধরনের পতন হয় বিশ্বের প্রধান পুঁজিবাজারগুলোতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply