নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হলে মৌলিক অধিকার ‌’না’ : আসামের মুখ্যমন্ত্রী

|

নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হলে মৌলিক অধিকার পাবে না আসামে বসবাসকারীরা। তালিকা প্রকাশের দু’দিন পরই এই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল।

যারা বিদেশি বলে চিহ্নিত তাদের ভোটাধিকারসহ অন্যান্য সাংবিধানিক অধিকার নেই উল্লেখ করে তিনি বলেন, এদের একটাই অধিকার রয়েছে তা হলো মানবাধিকার।
তবে কেন্দ্রীয় সরকার যতদিন না এদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় ততোদিন তারা রাজ্যে থাকতে পারবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে, খসড়া নাগরিকত্ব তালিকা -এনআরসি’তে ১ কোটি ৩৯ লাখ আবেদনকারী বাদ পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দাবি, সেখানকার বাংলাভাষীদের ওপর আক্রমণের কারণে তারা পশ্চিমবঙ্গে চলে আসতে পারে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply