কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

|

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বাংলাদেশি এক গরু পাচারকারিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার রাত ৯টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৫৬ নম্বর মেইন পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।

এলাকাবাসী সূত্রে জানা যায়,আটক গরু পাচারকারি ইসমাইল হোসেন ওরফে কালু (৩২) দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামের মৃত বেলাল হোসেনের পুত্র। খেতারচর সীমান্তের ১০৫৬ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছ দিয়ে ১২/১৫জন বাংলাদেশি গরু পারাপারকারি ভারতীয় কাটাতারের উপর দিয়ে গরু পারাপার করে আসছিল।

এ সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া করে। এ সময় তাদের বিএসএফ ধাওয়া দিলে পাচারকারিরা পালিয়ে আসতে সক্ষম হলেও ইসমাইল বিএসএফ’র কাছে আটক হয়।

জামালপুর ব্যাটালিয়ন ৩৫-বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিএসএফ কোনো সাড়া দেয়নি। আমরা খোঁজ খবর নিচ্ছি বলেও জানান আজাদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply