নিষিদ্ধ এমএলএম প্রতিষ্ঠান ইনফিনিটির ২৯ সদস্যকে র‍্যাবে সোপর্দ করলো যমুনা কর্তৃপক্ষ

|

দেশের খ্যাতনামা ব্র্যান্ড প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতারণার দায়ে নিষিদ্ধ এমএলএম প্রতিষ্ঠান ইনফিনিটি মার্কেটিং কোম্পানির ২৯ সদস্যকে ধরে র‍্যাবের হাতে তুলে দিয়েছে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ। শনিবার দুপুরে শপিংমলের ফুড কোর্টসহ আরো ২টি ফ্লোর থেকে তাদের আটক করা হয়।

এর আগে, টানা নজর রাখা হচ্ছিল সকাল থেকে। শপিংমলে আসা ক্রেতাদের প্রতারিত করার চেষ্টা চালাচ্ছিল চক্রটির সদস্যরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক প্রতিষ্ঠান এলএমএম কোম্পানির কর্মী নিশ্চিত হয়ে র‍্যাবে খবর দেয় যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ। র‍্যাব এসে শনাক্ত করে, এদের মধ্যে বেশিরভাগই মাদ্রাসার শিক্ষার্থী। এদের কাছ থেকে ১টি ল্যাপটপ, বিপুল পরিমাণ মোবাইল ফোনসহ বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র জব্দ করা হয়।

এরআগে, গত বৃহস্পতিবার নিষিদ্ধ এমএলএম কোম্পানিটির প্রতারণার খবর তুলে ধরে বিশেষ প্রতিবেদন করে যমুনা টেলিভিশন। কিডনি ভালো রাখা, দ্রুত মেদ কমানো আর নানান জটিল রোগের সমাধানের কথা বলে কফি, স্যানিটারি ন্যাপকিন আর পানির ফিল্টার বিক্রি করে আসছে এলএমএম কোম্পানিটি। ডিরেক্ট সেলিংয়ের নামে খ্যাতনামা ব্র্যান্ডের নাম ব্যবহার করে তিনগুন বেশি দামে এসব বিক্রি করছে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply