জমি সংক্রান্ত বিরোধ: হাসপাতালে ঢুকে প্রতিপক্ষকে দ্বিতীয় দফা মারধর

|

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে হাসপাতালে চিকিৎসারত রোগীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত মোসাঃ আসমা বেগম ও মোঃ জুয়েল সরদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। অপর আহত শামীম মৃধা পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা জানান, শুক্রবার সকালে সদর উপজেলার লোহালিয়ার নাজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় মোঃ ফারুক মৃধা, আলতাফ মৃধা, আল-আমিন মৃধা গং দলবল নিয়ে উল্লেখিত আহতদের উপর প্রথম দফা হামলা চালিয়ে মারধোর করে। এরপর আহতদের মধ্যে মোসাঃ আসমা বেগম, মোঃ জুয়েল ও শামীমকে পরিবারের সদস্যরা পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে দুপুরে অভিযুক্তরা দলবল নিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের পেয়িং ওয়ার্ডে দ্বিতীয়-দফা হামলা চালায়।

এসময় পূর্বের হামলার ঘটনা পরিদর্শনরত সদর থানার কয়েক পুলিশ সদস্য সেখা‌নে উপস্থিত ছিল বলে আহতদের পক্ষ থেকে দাবী করা হয়।

এমন পরিস্থিতিতে হাসপাতাল চত্বরে আতংক ছড়িয়ে পরলে সাধারণ রোগীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে শুরু করে। দ্বিতীয়বার হামলার ঘটনায় হামলাকারীদের মধ্য হতে সাহেদ নামে এক যুবক আহত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সাহেদকে বরিশাল প্রেরণ করেছেন।

এ ঘটনায় থানায় মামলা দা‌য়ের করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply